১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২৫
মুন্সিগঞ্জে আলুর বস্তা নেয়ার সময় হামলায় আহত ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ মার্চ ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আলুর বস্তা নেয়ার সময় সন্দেহের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন।

গতকাল রোববার বিকাল পৌনে ৬টা’র দিকে মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের বাগেশ্বর এলাকার বালুচর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাগেশ্বর এলাকার মৃত আফজাল হোসেন মোল্লার ছেলে সোহেল মোল্লা (৩৭) ও চরচাপড়া এলাকার আবুল তালুকদারের ছেলে দুলাল তালুকদার (২৯)। তাদের সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জরুরী বিভাগের চিকিৎসক রুহুল আমিন। আহতদের শরীরে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

আহতরা অভিযোগ করে জানান, কৃষকের কাছ থেকে আলু কিনে পাইকারদের কাছে বিক্রি করেন তারা। স্থানীয় শামিম, মামুন, নাসু শেখ গতকাল ২০-২৫জন নিয়ে তাদের বাঁধা দিলে তর্ক-বিতর্কের পর হামলার ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর সাজেদুল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!