২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:২৫
মুন্সিগঞ্জে আবারও সাংবাদিক পেটালো মলম জুয়েল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে আবারও সাংবাদিক পেটালো সন্ত্রাসী মলম জুয়েল।

গত ৩ মাস আগে সাংবাদিক মারধর করার অভিযোগে মামলা হলেও সে রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

প্রশাসন থেকে ছাড় পেয়ে বুধবার সকাল দশটার দিকে উপজেলার আরধীপাড়া এলাকায় শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলামের ওপর হামলা চালায় ওই চিহ্নিত সন্ত্রাসী।

স্থানীয় সূত্র জানান, ঘটনার সময় সাংবাদিক নজরুল ইসলামকে বাচাঁতে তার চাচাতো ভাই নাঈম লস্কর এগিয়ে আসলে তাকেও মারধর করে মলম জুয়েল।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে জুয়েল লস্করের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নজরুল ইসলাম জানান, গত ৫ মার্চ শ্রীনগর উপজেলা পরিষদের সামনে জুয়েল লস্কর ওরফে মলম জুয়েলের নেতৃত্বে সাংবাদিক অধীর রাজবংশী ও মীর রাতুলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অধীর রাজবংশী বাদী হয়ে জুয়েল লস্করকে প্রধান আসামী করে শ্রীনগর থানায় মামলা করে। কিন্তু মামলার তিন মাস পার হলেও জুয়েল লস্করকে পুলিশ রহস্যজনক কারণে গ্রেপ্তার করেনি।

মামলার পর থেকেই জুয়েল লস্কর মামলার পেছনে নজরুল ইসলামের হাত রয়েছে সন্দেহ করে তাকে প্রায় সময়ই নানা রকম হুমকি ধামকী দিয়ে আসছিল। বুধবার সকালে জুয়েল লস্কর পরিকল্পিত ভাবে নজরুল ইসলামের ওপর হামলা চালায় এবং লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।

এর পরিপ্রেক্ষিতে ঘটনার দিন বিকেলে শ্রীনগর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মলম জুয়েলকে অনতিবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। তারা উভয় চাচাতো ভাই।

error: দুঃখিত!