মুন্সীগঞ্জের গজারিয়ারে একটি বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৩০টি দোকান ও কয়েকটি গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অাগুনের সূত্রপাত হয়। শুক্রবার সকালে সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রধান জানান, রাতে ভবেরচর বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আট ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া কয়েকটি গুদাম ও পুড়ে গেছে।
ব্যবসায়ীদের দাবি আগুনে তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান গজারিয়া থানার সেকেন্ড অফিসার মো. ইয়াছিন মুন্সী।