মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২১, নাজমুল আহমেদ শাওন (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের কাশিপুর এলাকায় রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডে ঘরের আসবাপত্র, টাকা পয়সা, স্বর্নালংকার সহ বই খাতা সব পুড়ে গেলেও পুড়েনি কোরআন শরীফ।
আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা’র সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা পৌছানোর আগেই ঘন্টাব্যাপী চেষ্টা করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আরও পড়তে পারেন: মুন্সিগঞ্জ সদরে অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই, নগদ টাকা সহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বাড়ির মালিক হাবিবুর রহমানের (৬৫) ভাতিজা সীমান্ত হাসান জানান, ঘরের ভেতর বেশকিছু আসবাপত্র ছিলো। আগুন কোন কিছুই ছাড়েনি। কিন্তু অবাক করা বিষয় হলো ঘরে থাকা কোরআনকে আগুন স্পর্শ করতে পারেনি। আগুনে কোরআন শরীফের সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে। কিন্তু লেখার কোনো ক্ষতি হয়নি
এদিকে, আগুন লাগার পরে অক্ষত পাওয়া পবিত্র কোরআন শরীফটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে।