জাল ভোট ও ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম।
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
রেজাউল ইসলাম সংগ্রাম অভিযোগ করে বলেন, জাল ভোট ও ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লব।
অপরদিকে পিটিআই ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লব ও কমিশনার প্রার্থী মকবুল হোসেন সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় দু’পক্ষের গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম জানান, কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।