মুন্সিগঞ্জে ফেইসবুকে আইডি খুলে অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা।
ভুক্তভোগী দিপু মাঝি (২১) মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক। তার বাবা প্রবীণ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী লিটন মাঝি।
দিপু মাঝির দাদা টংগিবাড়ি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ছোট চাচা মানিক মিয়া বাচ্চু মাঝি টংগিবাড়ি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি। আরেক চাচা সোনারং টংগিবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি দরপন মাঝি এবং তার আরেক ভাই স্বপন মাঝি সোনারং টংগিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক।
বর্ণাঢ্য আওয়ামী লীগ পরিবারের সন্তান দিপু মাঝি দুই বছরেরও বেশি সময় ধরে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
অপপ্রচার ও থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিপু ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আমার রাজনৈতিক সক্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি মহল যারা দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের পদ-পদবী ব্যবহার করে অর্থের বিনিময়ে কমিটি প্রদান, নিজের গ্রুপ ভারি করতে চিন্হিত ও পদ বহন করা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের লোকজনকে পদায়ন করেছে তারাই তাদের অনুসারী কয়েকজন বিপথগামীদের দিয়ে এ ধরনের ঘৃণ্য কার্যকলাপ করিয়েছে। আমি এদেরকে চিন্হিত করে থানায় আইনের আশ্রয় চেয়েছি। প্রশাসন আমাকে সাহায্য করার বিষয়ে আশ্বাস দিয়েছে’