২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৩৮
মুন্সিগঞ্জে অটোর ধাক্কায় প্রাণ গেছে মায়ের কোলে থাকা শিশুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৭ মাসের শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম হুমাইরা আক্তার। সে সদর উপজেলার নাহাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার ও মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসময় রাস্তার পাশে শিশু সন্তান হুমাইরাকে নিয়ে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমের ধাক্কা লাগে অটোর সাথে। এতে মায়ের কোল থেকে ছিটিকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে আহত অবস্থায় শিশুটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অটোরিকশা দুটি আটক করা হয়েছে। পালিয়ে গেছে চালক। তাদের আটকের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

error: দুঃখিত!