১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৪১
মুন্সিগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে ড্রাইভারের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের র্টগিবাড়ী উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহান (১৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আব্দুল্লাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান আব্দুল্লাপুর অধ্যায়নগর এলাকার মানিক বেপারীর ছেলে। 

জানা যায়, সকালে আব্দুল্লাপুর বাজারের হারুনের গ্যারেজে অটোরিকশায় চার্জ দিতে যায় সোহান।এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

error: দুঃখিত!