মুন্সিগঞ্জ, ৩১ ডিসেম্বর ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৩ কেজি গাজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ওই ২ মাদক কারবারীকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৩০ ডিসেম্বর সোমবার সকালে লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলো- দক্ষিণ মেদেনীমণ্ডল এলাকার মৃত হাজী মদন আকনের ছেলে তৈয়বুর রহমান টগর (৬০) ও একই এলাকার ফজল মোল্লার ছেলে সেতু মোল্লা (৩০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এস এম সাকিব জানান, ‘গোপন সংবাদে সকালে লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল এলাকায় বিশেষ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় পলিথিনের ভেতরে রাখা তিন কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।’
গাঁজাসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লৌহজং থানায় মামলা রুজু করা হয়েছে।