মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট ডালাম এলাকায় মুন্সিগঞ্জের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে। তবে ঐ খবরে নিহতের বাসা মুন্সিগঞ্জের কোন উপজেলায় তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকাশিত সংবাদে মুন্সিগঞ্জের ‘আকল মেঘ’ নামক একটি এলাকার কথা বলা হলেও এখন পর্যন্ত এ নামে মুন্সিগঞ্জের কোন এলাকা আছে বলে নিশ্চিত হতে পারেনি ‘আমার বিক্রমপুর’
জানা যায়, ১৫ সেপ্টেম্বর সকালে প্রাইভেট কারের মধ্যে ঐ যুবকের রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
নিহত বাংলাদেশির নাম মো. শামীম (৩৩), তবে মালয়েশিয়ায় ক্লিনার শামীম নামে সবাই তাকে চেনে।
পাসপোর্টের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি মুন্সিগঞ্জের আকল মেঘ এলাকার মো. মুকলেস সৈয়ালের ছেলে।
নিহত শামীম পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী হিসেবে মালয়েশিয়ায় কর্মরত ছিল বলে জানা গেছে।
শামীমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত সেটাও জানা যায়নি।
নিহতের লাশ দেশে দেশে ফিরিয়ে আনতে মুন্সিগঞ্জ জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে যোগাযোগ করতে হবে।