৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৫৫
মুন্সিগঞ্জের মানবপাচারকারী চট্রগ্রামে আটক
খবরটি শেয়ার করুন:

চট্টগ্রামের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আব্দুল হাইয়ের ছেলে আতাউর রহমান(৩৮), ফরিদপুর জেলার নগরকান্দা থানার আলমগীর মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬), মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার সাফাজ উদ্দিন মৃধার ছেলে মো. জাহাঙ্গীর (৩৪)।

পুলিশের দাবি, তারা সবাই একটি শক্তিশালী মানবপাচার চক্রের সদস্য।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে হতদরিদ্র মানুষকে বিদেশে বেশি আয়ের প্রলোভন দেখায় এ চক্রটি। অল্প টাকায় যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে। তাদের মিষ্টি কথায় দরিদ্র লোকজন প্রতারণার ফাঁদে পা দেয়। কিন্তু বাংলাদেশ থেকে লিবিয়া যাওয়ার বৈধ কোনো পন্থা না থাকায় আসামিরা অবৈধ পন্থায় লিবিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা এলাকায় ডিউটি পালনকালে একটি সূত্রে খবর আসে স্টেশন রোডের আবাসিক হোটেল মিট টাউনে একদল মানবপাচারকারী অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করেই অভিযানে নামে পুলিশ। পরে বিশেষ অভিযানে তিন মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় ১৫টি পাসপোর্ট।

error: দুঃখিত!