৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের মানবতার ফেরিওয়ালা ‘কল্লোল ভাই’ করোনায় আক্রান্ত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

৯০ দশকের তুখোড় ছাত্রনেতা ও জনপ্রিয় রাজনীতিক, মুন্সিগঞ্জের মানবতার ফেরিওয়ালা খ্যাত মাহতাব উদ্দিন কল্লোল নমুনা পরীক্ষায় করোনা ‘পজেটিভ’ সনাক্ত হয়েছেন।

তিনি আজ সোমবার (১ জুন) বিকেলে ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (২৯ মে) করোনা টেষ্টের জন্য তার ও তার সহধর্মীনি জেলা পরিষদের সদস্য মোরশেদা বেগম লিপীর নমুনা প্রদান করা হয়। তাদের ফোনে আজ সোমবার রেজাল্ট জানিয়ে ম্যাসেজ আসে।

সেখানে তার রেজাল্ট ‘পজেটিভ’ আসলেও তার সহধর্মীনীর রেজাল্ট ‘নেগেটিভ’ আসে।

মাহতাব উদ্দিন কল্লোল জানান, তার শরীর এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে (নিবিড় পরিচর্যায়) আছেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকেই মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল ব্যক্তিগত উদ্যোগে পুরো মুন্সিগঞ্জ জেলাজুড়ে মানবিক কর্মসূচি গ্রহণ করে লাগাতার খাদ্য সহায়তা বিতরণ করেছেন।

মুন্সিগঞ্জে করোনা রোগীদের দ্রুত আলাদা করতে পিসিআর ল্যাবের দাবিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়ে মানুষের মন জয় করে নেন।

তার গ্রহণ করা কর্মসূচির মধ্যে ব্যাপক প্রশংসিত ছিলো ‘হ্যালো কল্লোল ভাই’ কর্মসূচি। যার মাধ্যমে তিনি মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। এছাড়াও সর্বশেষ ঈদ উল ফিতরে তিনি শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ ও আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে ব্যাপক প্রশংসিত হন।

error: দুঃখিত!