মুন্সিগঞ্জ ১৬ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। হু হু করে দাম বেড়ে নিত্যপণ্যটি এখন নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
শনিবার (১৬ নভেম্বর) মুন্সিগঞ্জ শহর সহ সদরের বিভিন্ন বাজারে সরেজমিন গিয়ে দেখা গেছে, দোকানদাররা পেঁয়াজ নিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতা নেই।
ক্রেতারা ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন, তারা প্রতিদিনের মতই বাজারে আসছেন কিন্তু পেঁয়াজ বাদে সবই কিনে বাসায় ফিরছেন। বাসায় যতটুকু পেঁয়াজ আছে দাম না কমলে তারা নতুন করে পেঁয়াজ কিনবেন না।
শনিবার (১৬ নভেম্বর) মুন্সিগঞ্জের বেশিরভাগ বাজারগুলোতে পেঁয়াজের কেজি ২৬০ থেকে ২৭০ টাকায় পৌঁছেছে।
অনেকে পেঁয়াজ কিনছেন। তবে, আগে একসাথে ১ কেজি কিনলে এখন কিনছেন ১০০-২০০ গ্রাম।
শনিবার সকালে মুন্সিগঞ্জ বাজারে গৃহিনী আফরোজা ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আমার স্বামী বলে দিয়েছে রান্নায় পেঁয়াজ কমিয়ে ব্যবহার করতে। তাই চাপ নেই। পরিবারের অন্যরাও দামের বিষয়টি জেনে মেনে নিয়েছে।’
মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ী হালিম বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। গতকাল এক কেজি পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি করেছি। আজ ২৬০ টাকা। কেউ কেউ ২৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আমাদের কিছু করার নেই, পাইকারিতে প্রতিদিন দাম বাড়ছে।