মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘মুন্সিগঞ্জের প্রবাসীদের সুরক্ষায় বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে। এছাড়া মানবপাচার প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও মাঠপর্যায়ে কাজ করছে’
বুধবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার আধারা ইউনিয়নে ওকাপের ‘মানবপাচার প্রতিরোধ কমিটি’র সভায় আলোচকরা এসব কথা বলেন।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আধারা ইউনিয়নের সভা কক্ষে আধারা ইউনিয়ন ‘মানবপাচার প্রতিরোধ কমিটি’ এই ‘মতবিনিময় সভা’র আয়োজন করে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব আজিজুল হক, ইউপি সদস্য কবির হোসেন, পারভীন বেগম, হানিফ দেওয়ান, কাশেম পীর ও আধারা ইউনিয়নের ওকাপের ফোরাম সদস্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-(ওকাপ) মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং।