১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৪:২৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের প্রথম এলাকাভিত্তিক ‘রেড জোন’ ঘোষণার সিদ্ধান্ত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জুন, ২০২০, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করছে সরকার। এর অংশ হিসেবে করোনা সংক্রমণ প্রবণ এলাকা মুন্সিগঞ্জে প্রথম একটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করার জন্য সনাক্ত করা হয়েছে।

এখন সেই এলাকাতে কোন পদ্ধতিতে ‘রেড জোন’ কার্যকর করা হবে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠাবে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সেখান থেকে নিশ্চিত করা হলে গণবিজ্ঞপ্তি জারি করে ‘রেড জোন’ ঘোষণা দেবে প্রশাসন।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জের যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি সেসব এলাকাকে পর্যায়ক্রমে ‘রেড জোন’ ঘোষণা করা হবে। সেই অনুযায়ী প্রথম পর্যায়ে মুন্সিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাঠপাড়াকে ‘রেড জোন’ ঘোষণার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (১৫ জুন) রাতে ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহম্মেদ।

কবে থেকে মাঠপাড়া এলাকা ‘রেড জোন’ হিসেবে বিবেচিত হবে জানতে চাইলে ইউএনও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পর তারা অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠাবে। এরপর জেলা প্রশাসন একটা সময় দিয়ে দিবে। ৫ ঘন্টা বা ১০-২০ ঘন্টা পর থেকে এটা কার্যকর হবে। এরপর থেকেই ‘রেড জোন’ কার্যকর করা হবে।’

তিনি জানান, ‘এখন মাত্র সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ মাঠপাড়াকে ‘রেড জোন’ ঘোষণার জন্য সনাক্ত করা হয়েছে। এখন এটিকে ‘রেড জোন’ ঘোষণা বা কার্যকর করতে সময় লাগবে।’

জানা যায়, কোনো অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করা হলে তা ২১ দিনের জন্য কার্যকর হবে। পরিস্থিতির উন্নতির ওপর ভিত্তি করে পরে ওই এলাকাকে ইয়েলো বা গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে।

error: দুঃখিত!