২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২২
মুন্সিগঞ্জের ধলেশ্বরী থেকে নিখোঁজ সাংবাদিক সজিবের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে ঢাকা মেডিক্যাল বিটের সাংবাদিক আওরঙ্গজেব সজীব নিখোঁজ হওয়ার ৩দিন পর বুধবার বিকেল ৪ টার দিকে তার লাশ নয়াগাওস্থ ধলেশ্বরী নদীর পার থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত সাংবাদিক সজিবের সহকর্মী সৈয়দ সোহেল জানান, পরনের শার্ট, চেহেরার ধরন দেখে মন হচ্ছে এই লাশটি সজিবের মৃতদেহ।

গত রোববার ২০ ডিসেম্বর রোববার ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন । সে একটি বেসরকারী চ্যানেলের ঢাকা মেডিক্যাল প্রতিনিধি ছিলেন ।সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিদল দিনভর মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবস্থান করলেও স্থান নির্ধারন করতে না পারায় তল্লাসী কার্যক্রম চালাতে পারেনি।

সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম জানান, সোমবার দিনভর তিনিসহ ডুবুরিদল মুক্তারপুর এলাকার ধলেশ্বরীর তীরে অবস্থান করেছেন। স্থানীয় পুলিশ কোন স্থানে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হয়েছে, তা সনাক্ত করতে না পারায় তল্লাসী কাজ চালানো সম্ভব হয়নি।

error: দুঃখিত!