৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের করোনার খবর: নতুন আক্রান্ত ১৫ জন সহ মোট ২৫৮৭
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ১৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৫৮৭ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (২০ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৮ জন, সিরাজদিখান উপজেলার ২ জন, লৌহজং উপজেলার ২ জন, শ্রীনগর উপজেলার ২ জন ও গজারিয়া উপজেলার ১ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ২০ জুলাই, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১০৯৭২৭৪১৯
গজারিয়া২৬৮১৩৭
টংগিবাড়ী২৩৯২০০
লৌহজং৩৪২১৬৮
সিরাজদিখান৪০৭৩২১
শ্রীনগর২৩৪১১২
 সর্বমোট- ২৫৮৭সর্বমোট- ৫৮সর্বমোট- ১৩৫৭
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২০ জুলাই) ১২২০৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৯৮৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৫৮৭, মৃত ৫৮, সুস্থ ১৩৫৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২১৭ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!