মুন্সিগঞ্জ, ২০ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ১৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৫৮৭ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (২০ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৮ জন, সিরাজদিখান উপজেলার ২ জন, লৌহজং উপজেলার ২ জন, শ্রীনগর উপজেলার ২ জন ও গজারিয়া উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ২০ জুলাই, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১০৯৭ | ২৭ | ৪১৯ |
গজারিয়া | ২৬৮ | ৩ | ১৩৭ |
টংগিবাড়ী | ২৩৯ | ৯ | ২০০ |
লৌহজং | ৩৪২ | ৬ | ১৬৮ |
সিরাজদিখান | ৪০৭ | ৯ | ৩২১ |
শ্রীনগর | ২৩৪ | ৪ | ১১২ |
সর্বমোট- ২৫৮৭ | সর্বমোট- ৫৮ | সর্বমোট- ১৩৫৭ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২০ জুলাই) ১২২০৫ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৯৮৮ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৫৮৭, মৃত ৫৮, সুস্থ ১৩৫৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২১৭ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।