মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ৫ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৫৭২ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (১৯ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২ জন, টংগিবাড়ী উপজেলার ২ জন ও লৌহজং উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- রোববার, ১৯ জুলাই, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১০৮৯ | ২৭ | ৪১৯ |
গজারিয়া | ২৬৭ | ৩ | ১৩৭ |
টংগিবাড়ী | ২৩৯ | ৯ | ১৯৩ |
লৌহজং | ৩৪০ | ৬ | ১৬৮ |
সিরাজদিখান | ৪০৫ | ৯ | ৩২১ |
শ্রীনগর | ২৩২ | ৪ | ১১২ |
সর্বমোট- ২৫৭২ | সর্বমোট- ৫৮ | সর্বমোট- ১৩৫০ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৯ জুলাই) ১২১৩২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৮৮৬ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৫৭২, মৃত ৫৮, সুস্থ ১৩৫০ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৪৬ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।