মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী দুলাল হাওলাদার। তিনি ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান কাদির হাওলাদারের পুত্র।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বার্ধক্যজনিত কারণে কাদির হাওলাদার মৃত্যুবরণ করলে আজ রোববার সেখানে উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী দুলাল হাওলাদার ভোট পান ৪ হাজার ৩২১ টি, তার নিকটতম প্রতিদ্বন্দী মোটরসাইকেল প্রতীক নিয়ে মঞ্জু শেখ ফারুক পান ৩ হাজার ৩৯১ ভোট।
এছাড়া অটো রিকশা প্রতীক নিয়ে মিজানুর রহমান পেয়েছেন ১ হাজার ২৯২ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মিরাজ হোসেন সরদার পান ৪৯৪ ভোট, টেবিল ফ্যান প্রতীক নিয়ে মো. নূর হোসেন পেয়েছেন ৭ ভোট এবং চশমা প্রতীকের প্রার্থী সাজেদা লাকী পান ৬ টি ভোট।
জানা যায়, এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪ হাজার ৯৩৯ জন। ৯ টি ভোটকেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ৯ হাজার ৫১১ টি। বাতিল হয় ৯২ টি ভোট।