১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:২০
মুন্সিগঞ্জের আজকের করোনাভাইরাস আপডেট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৭৫ জন। আজ নতুন জানা গেছে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১০ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন ও লৌহজং উপজেলার ১ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৫৩১৩৩১২৮৩
গজারিয়া৩৪৭৩১৬
টংগিবাড়ী২৭৭২৩৭
লৌহজং৩৮৭৩৭৫
সিরাজদিখান৫৪৪৪৯১
শ্রীনগর২৮৯২৪৮
 সর্বমোট- ৩৩৭৫সর্বমোট- ৬৬সর্বমোট- ২৯৫০
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৪ সেপ্টেম্বর) ১৬০০১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫৬৭১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩৩৭৫, মৃত ৬৬, সুস্থ ২৯৫০ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৩০ জনের।

error: দুঃখিত!