২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:৫৮
মুক্তারপুর সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে আটক ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুক্তারপুর সেতুর মুন্সিগঞ্জ সদর প্রান্তের অবৈধ সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তোলার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মুক্তারপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযুক্ত ওই ৩ ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হন।

এসময় সেখানে সরকারি হরগঙ্গা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী আসিফুল হাসান স্থানীয় সিএনজি চালকদের বরাতে জানান, গত ৫ আগস্টের আগ পর্যন্ত এই স্ট্যান্ড থেকে আওয়ামী লীগের লোকজন চাঁদা তুলতো। ৫ আগস্টের কয়েকদিন পর স্ট্যান্ডে থাকা সিএনজি চালকরা মিলে লাইন ঠিক করার জন্য দিনপ্রতি ৪০০ টাকা চুক্তিতে ২ জন লোক নিয়োগ করেন।

কিন্তু কিছুদিন পর ওই ২ জন আরও একজনকে সঙ্গে নিয়ে অটো-সিএনজি, লেগুনা ইত্যাদি যানবাহন থেকে বেপরোয়া চাঁদা তোলা শুরু করেন। খবর পেয়ে আমরা আজ সেখানে হাজির হই। একপর্যায়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর শুরু করলে জীবনরক্ষার্থে আমরা ওই ৩ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তুলে দেই।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের মত যথেষ্ট উপাদান না থাকা ও কেউ বাদী হতে রাজি না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!