১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫৫
মিরকাদিম পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২০, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি’র বিরুদ্ধে বিভিন্ন তথ্য সংযোজন-বিয়োজন করে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশের অভিযোগ পাওয়া গেছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি বলেন, টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল্লাপুর গ্রামে রাস্তায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় অতিরিক্ত মালবোঝাই চালের বস্তা সহ একটি লরি রাস্তা ভেঙ্গে পাশের পুকুরে পরে যায়। এতে রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

এর প্রতিবাদ করতে সেখানে ছুটে যান মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি।

এই ঘটনার জেরে স্থানীয় কতিপয় ব্যাক্তি তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে।

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলেও তারা কেউ কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে জান‌তে চাইলে টং‌গিবা‌ড়ি উপ‌জেলা প্র‌কৌশলী অ‌ফিসার মোঃ শাহ মোয়াজ্জেম জানান, আমাকে আব্দুল্লাপুর চেয়ারম‌্যান জানান একটা ট‌লি আমাদের রাস্তা ভেঙ্গে ফেল‌ছে, সাথে সাথে আ‌মি সেখানে আম‌াদের লোক পাঠিয়েছি, সেখানে আমাদের রাস্তার কাজ চলমান, ট্রলি এখানে ঢোকারই কথা না, যে ‌কোন রাস্তার কর্ণার দি‌য়ে ট্রলি )লড়ি গাড়ি) নিয়ে গেলে সেটাতো ভাঙ্গবেই। আমা‌দের রাস্তার তিন ফিট দূরে দেয়াল দেওয়া ছি‌লো সেই দেয়াল ভে‌ঙ্গে প‌রে গে‌ছে, মি‌নিমাম ১০ ট‌নের বে‌শি ছিলো ট্রলিটা। আ‌মি ট্রলি চালকের নাম্বার ও ট্রলি মা‌লিকের নাম্বার রেখেছি। তদন্ত করে পরবর্তী ব‌্যাবস্থা নিবো।

error: দুঃখিত!