১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৩:৩২
মেয়র শাহিনের ডিগবাজি, উন্নয়ন কর্মসূচীর অনুষ্ঠানে নেই বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি
খবরটি শেয়ার করুন:

অাওয়ামীলীগের মনোনয়নে নির্বাচনে জিতে তিমি মাছের ডিগবাজি দিয়েছেন মিরকাদিমের মেয়র শাহিন।

কাউন্সিলর প্রার্থী হয়ে ভোটে হেরে যাওয়া, মিরকাদিমের প্রতিষ্ঠিত ‘রাজাকারের নাতি’ শাহিন নির্বাচনে জিতেই অাওয়ামীলীগকে দেখিয়েছেন বুড়ো অাঙুল। বাসায় ডেকে নিয়ে একজন মহিলা নেত্রী কে লাঞ্চনা করা, সেই থেকে শুরু।

এখন নিজের ব্যাক্তিগত ব্যানারে তো বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি ব্যাবহারই করেন না। সর্বশেষ যার অাশীবার্দে মিরকাদিমে ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র হাসপাতাল নির্মাণ করা হচ্ছে সেই প্রধানমন্ত্রীর ছবি টুকুও উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে ব্যাবহার করেননি শাহিন।

অথচ ৫০শতাংশ জমি ছাড়া এ ধরনের হাসপাতালের অনুমোদন দেয়না সরকার। সেখানে মিরকাদিমে জায়গা অাছে ৪৬শতাংশ। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এই হাসপাতালের কাজ হচ্ছে। অথচ স্বয়ং প্রধানমন্ত্রীর সাথেই ডিগবাজি দিয়েছেন শাহিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ব্যানারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি না দেখে অনুষ্ঠানে থাকবেননা বলে মেয়র শাহিনকে জানান। পরে শাহিন তার অফিস রুম থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুটি অালগা ছবি ব্যানারের দুই সাইডে বসান। যা শাহিনের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি চরম অবমাননার বড় প্রমাণ। একইসাথে এই কর্মকান্ডের প্রতিবাদ করেন অনুষ্ঠানে উপস্থিত জেলা ছাত্রলীগের নেতারা। পৌরসভার বহিরাগত, শাহিনের ব্যাক্তিগত একজন কর্মচারী মারতে উদ্যত হন জেলা ছাত্রলীগের নেতাদের। বিষয়টি পরে মিমাংসা করেন সাংসদ।