মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় মসজিদ কমিটি থেকে মেয়র শাহিনকে অপসারণ কে কেন্দ্র করে হুলুস্থুল ঘটনা ঘটেছে।
এ সময় মেয়র পক্ষের লোকজন মসজিদ কমিটির লোকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মেয়রপন্থী ২ জনকে পুলিশ আটক করেছে বলে স্থানীয়রা দাবি করেছে।
আজ শুক্রবার (১৪ জুন) মিরকাদিমের পূর্বপাড়ায় এসব ঘটনা ঘটেছে।
নানা অনিয়ম ও অবহেলার কারন দেখিয়ে পূর্বপাড়া সমাজবাসী এই সিদ্ধান্ত নেন বলে ‘আমার বিক্রমপুর’ কে জানিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম সেন্টু।
তিনি আরও বলেন, মসজিদের লাখ লাখ টাকা কোথায় কিভাবে আছে তা আমরা কেউই জানি না।
সাবেক শুল্ক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা হাজি মোঃ নয়ন জানান, আমাদের সমাজের জমি অন্য সমাজকে লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করছেন মসজিদ কমিটির সভাপতি পৌর মেয়র শাহিন। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
বিগত নির্বাচনের মেয়র প্রার্থী মোঃ সামসুদ্দিন বলেন, বর্তমান সভাপতি যাকে তাকে অকারনে অপমান অপদস্থ করে, মারধর করার হুমকি দেয় এভাবে তো সমাজ চলতে পারেনা।
মুসল্লি মোঃ শাহাবুদ্দিন বলেন, আমরা মসজিদে আসি আল্লাহতায়ালার সন্তুষ্টি পাওয়ার জন্য। নামাজ পড়ি, মসজিদে আসি কিন্তু যখন দেখি মসজিদের কোনো দায়িত্ববান লোক অপর মুশল্লিকে গালাগাল করে তখন আমরা কষ্ট পাই যার জন্য পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে আমরা নতুন কমিটি করতে চাই।
এরপরেই মেয়র পক্ষের লোকজন হৈ চৈ করলে অপর মুসল্লীদের সাথে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ যেয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও দুজনকে আটক করে।
এর আগে একই অভিযোগে মেয়র শাহিন কে গোপালনগর মসজিদ কমিটির সভাপতির পদ থেকেও অপসারণ করা হয়।
মসজিদ কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান হাফিজুল্লাহ মন্টু মাষ্টার অভিযোগ করেন, এর আগে একজন ব্যক্তি মসজিদে ১০ টি এসি দেয়। মেয়র সেই এসি লাগাতে না দিয়ে ফেলে রাখে। পরবর্তীতে শুনেছি সে এগুলো তার বাসায় নিয়ে গেছে।
এব্যাপারে মেয়র শহিদুল ইসলাম শাহীন জানান, বিষয়টি আমি পুরোপুরি বুঝতে পারিনি, কোন একজন লোকের ইন্ধনে ধর্মীয় প্রতিষ্ঠানে ৪-৫ জন লোক বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলো। ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা বাহীনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এছাড়া কোন মারামারির ঘটনা ঘটেনি। আর মসজিদ কমিটিতেও কোন গ্রুপিং নেই।
মাইকিং করে মসজিদ কমিটির সভাপতির পদ থেকে অপসারণের বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, এমন কোন ঘটনা ঘটেনি।