শিহাব অাহমেদ: পৌর নির্বাচনের ভোট গ্রহনের বাকি রয়েছে মাত্র ৪দিন। এরই মধ্যে হিসেব কসতে শুরু করেছেন ভোটাররা। শেষপর্যন্ত কার প্রতীকে সিলটা মারবেন ভেতরে ভেতরে সেই সিদ্ধান্ত হয়তো নিয়েও ফেলেছেন তারা। তবে শেষমুহুর্তে মাঠ গরম রাখতে সর্বোচ্চ চেষ্টাই করছেন প্রার্থীরা।
মুন্সিগঞ্জের ২পৌরসভা’র মধ্যে মিরকাদিমের প্রতি সবারই একটু ভিন্ন অাকর্ষন অাছে। গতবার এখানে সবাইকে চমকে দিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তৎকালিন স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি শহিদুল ইসলাম শাহিন। ভোটে জিতে নিজের দেয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করেছেন শাহিন। এভাবেই ধীরে ধীরে মিরকাদিমে সাধারণ মানুষের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন শাহিন।
এবারের পৌর ভোটেও এখানে জনপ্রিয়তা ও প্রচারণায় শুরু থেকেই অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে অাছেন বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন।
তিনি অাওয়ামীলীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।
যদিও শুরু থেকেই বিভিন্ন কারনে বিতর্কে পড়েন শাহিন। অাওয়ামীলীগে যোগ দিয়েই নাটকীয়ভাবে মনোনয়ন পেয়ে গেলে তার বিরুদ্ধে সর্বপ্রথম অভিযোগ ওঠে তিনি ‘রাজাকারের নাতি’। এরপরে ‘নৌকা’ প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে একের পর এক বিধী লঙ্ঘন করেছেন শাহিন। সর্বশেষ অাজ ২৬ডিসেম্বর রিকাবীবাজারে যানবাহন চলাচলের রাস্তা বন্ধ করে পথসভা করেছেন শাহিন। যা নির্বাচনী অাচরণ বিধি’র সুস্পষ্ট লঙ্ঘন। তবে, এই পথসভাতেও দেখা গেছে শাহিনের জনপ্রিয়তার প্রভাব। যা এককথায় ‘নজিরবুিহীন’।
এই পৌরসভায় শাহিনের প্রধানতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী শামসুর রহমান হওয়ার কথা থাকলেও শাহিন মনে করছেন ভোটে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন মনসুর অাহমেদ কালাম। কালামের পক্ষে এখানে প্রচারণায় অাছেন মুন্সিগঞ্জ সদর-গজারিয়া অাসনের সাবেক সাংসদ এম ইদ্রিস অালী।
মিরকাদিমে প্রায় প্রতিটি উঠান বৈঠক ও পথসভায় শাহিন অভিযোগ করছেন-ভোটের অাগে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করতে পারেন কালাম। এবং শাহিনের অাশন্কা ভোটের দিন ‘নাশকতা’ করতে পারেন মনসুর অাহমেদ। এজন্যে তিনি উত্তরাঞ্চল থেকে ‘ভাড়াটিয়া মাস্তান’ এনেও মজুদ রেখেছেন।