মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ভূবনপাড়া এলাকায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এসময় আনুমানিক ১৪ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
গতকাল শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা আওয়ামী লীগ নেতা নাছিরউদ্দিনকে বেদম মারধর করে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘বাসায় হামলার ঘটনা ঘটেনি। একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিবো।’