পৌর প্রতিনিধি: পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মিরকাদিমে’র সুধারচরে অর্থ বিনিময়ের সময় অাওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জেলা অাওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর অাহামেদ কালাম এর ছোট ভাই কবির (৩৮) কে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
অাজ ২৭ডিসেম্বর সন্ধ্যায় মুন্সিগঞ্জের সদর উপজেলা’র মিরকাদিম পৌরসভার সুধারচরে এ ঘটনা ঘটে।
বর্তমানে অাহত কবির ও তার সাথে থাকা কয়েকজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অাছে।
এখানে অাওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম শাহিন বেশ কয়েকদিন ধরেই অভিযোগ করে অাসছিলেন নির্বাচনে বিপুল পরিমান অর্থ লেনদেন করতে পারেন কালাম।
অাজকের ঘটনার পর তার এই অভিযোগ সত্য বলেই প্রমানিত হলো।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অাবাসিক চিকিৎসক (অার.এম.ও) সাখাওয়াত হোসেন কবিরের শরীরে’র বিভিন্ন জায়গায় অাঘাতের চিন্হ থাকার কথা স্বীকার করেছেন।
মুন্সিগঞ্জ সদর থানা’র ওসি ইউনুচ অালী ‘অামার বিক্রমপুর’ কে জানান, ‘মিরকাদিমের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে অাছে। অাজ সেখানে প্রশাসনের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট সহ পরিদর্শন করেছে। কতিপয় ব্যাক্তিবর্গ যদি এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাও করে তা যে কোনভাবে মোকাবিলা করা হবে। নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে’