১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩০
মাস্ক না পরে বের হওয়ায় ১৩ জনকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২০, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাস্ক না পরে বের হওয়ায় ১৩ জনকে জরিমানা করা হয়েছে।

“নো-মাস্ক, নো-সার্ভিস” সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাস্ক না পড়ায় সিরাজদিখান উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করে।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত সিরাজদিখান বাজারে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।

এসময় তিনি পথচারি, যানবাহনের চালক ও দোকানিকে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং মাস্ক না পড়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১৩ জনকে ৪ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা জনসাধারণকে মাস্ক ছাড়া যাতে হাট-বাজার রাস্তা ঘাট ও যানবাহনে না উঠে সে লক্ষ্যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। আর বলে দিয়েছি মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে জনসাধারণকে। তানাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!