প্রয়াত সংগীত তারকা হুইটনি হিউস্টনের মেয়ে সঙ্গীত শিল্পী ববি ক্রিস্টিনা ব্রাউন আর নেই। প্রায় ছয় মাস কোমায় থাকার পর রোববার মাত্র ২২ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান ববি।
তার পারিবারিক মুখপাত্র ক্রিস্টেন ফস্টার বলেন, ‘২৬ জুলাই রোববার চলে গেছেন ববি ক্রিস্টিনা। মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার পরিবারের সদস্যেরা। গত কয়েক মাস ধরে অপরিসীম ভালোবাসা আর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই আমরা।’
চলতি বছরের ৩১ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় নিজের বাড়ির বাথটাব থেকে অচেতন অবস্থায় ববিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে কোমায় ছিলেন তিনি। কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস সচল হয়। কোমায় যাওয়ার পর থেকে একবারের জন্যও তার জ্ঞান ফেরেনি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি লস অ্যঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলের একটি বাথটাব থেকে মার্কিন পপগায়িকা হুইটনি হিউস্টনের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়, মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি কোকেন সেবন করেন। এরপর বাথটাবের পানিতে ডুবে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।