১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১:১৮
মামুনের টিকটকে মুন্সিগঞ্জের আলী আহমেদ কে খুঁজছেন তার মা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, ২০২০, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানের প্রতিবন্ধী আলী আহমদ কে হন্য হয়ে খুঁজছেন মা রাশেদা বেগম।

গত ৩ মাস আগে ১০০ ফিট নতুন বাজার বারিধারায় জি ব্লকের মামুন টিকটক ভিডিও করেন আলী আহমেদ কে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঐ টিকটকের ভিডিও দেখে ছেলেকে খুঁজছেন তার মা। এ বিষয়ে বারিধারা থানায় একটি অভিযোগ দায়ের করেন ছেলের মা।

জানা যায়, গত ৩ মাস আগে একটি টিকটক ভিডিও করেন মামুন। সেই ভিডিওটি রাশেদা বেগম এর নাতি হাসিবুল দেখে তাকে জানান। পরে মা রাশেদা বেগম সেই টিকটক বয় মামুনের বাসায় যান। সেখানে অনেক খোঁজাখুঁজির পরেও আলী আহমেদের খোঁজ পাননি। তবে ছেলেটি এখনো বারিধারায় আছেন বলে জানান স্থানীয়রা। ছেলেটি তার নাম বলে মোহাম্মদ কিন্তু সে তার ঠিকানা বলতে পারেনা। ছেলেটির কোমরের দুই পাশে শিলাইয়ের দাগ রয়েছে এবং পায়ের ৪ নাম্বার অঙ্গুলি ছোট। চোখ দিয়ে পানি পড়ে।

উল্লেখ্য, গত ৩ বছর ৬ মাস আগে সিরাজদিখান বাজার থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান আলী আহমেদ। তখন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও আর খোঁজ মিলেনি।

মা রাশেদা বেগম বলেন, আমার ছেলের ভাই বোন নেই। তার বাবা ৯ বছর ধরে মারা গেছে। এই ছেলেটি ছিল আমার একমাত্র সম্বল। যদি আপনারা কেউ আমার ছেলেটির খোঁজ পান তাহলে দয়া করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের এই ঠিকানায় যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার-০১৯৬৭৪৯৮৯১৬।

error: দুঃখিত!