১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৩১
‘মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে’ মিষ্টান্ন তৈরি, আসলাম সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুুন্সিগঞ্জ জেলার সুপরিচিত মিষ্টান্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান আসলাম সুইটস এন্ড বেকারির ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ‘মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে’ মিষ্টান্ন তৈরি করতে দেখা গেছে। পরে এই অপরাধে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় মালিক পক্ষের কাছ থেকে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা শহরের কাটাখালি বাজার এলাকায় আসলাম সুইটস এন্ড বেকারির কারখানায় অভিযান পরিচালিত হয়।

পরে আদালত পরিচালনা করে দন্ডাদেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি।

অভিযান সূত্র জানায়, আসলামের ফ্যাক্টরিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় মিষ্টি সামগ্রী উৎপাদন ও বিক্রয় করা হচ্ছিলো। এছাড়া বিভিন্ন অংশ অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ব্যবহারের অযোগ্য গাদ ও ছানার পানিসহ অন্যান্য উপাদান সামগ্রী ছড়ানো-ছিটানো দেখা যায়। যা, জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ।

অভিযানে উপস্থিত থাকা আদালতের একজন বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, জরিমানার ৩ লাখ টাকা আসলাম সুইটসের মালিক মো. আসলাম সরকার তৎক্ষণাৎ পরিশোধ করেছেন।এছাড়া তাকে ৩০ দিনের মধ্যে ফ্যাক্টরি পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, শহিদুল ইসলাম, জেলা স্যানেটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিনসহ মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল।

error: দুঃখিত!