২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:০৫
মানবতায় জাগ্রত মুন্সিগঞ্জের পক্ষ থেকে শীতের পোশাক বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ০৩ জানুয়ারি, ২০২০, মহসিন রেজা (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মুন্সিরহাট থেকে শুরু করে কাটাখালি, সাতানেখিল, ধলাগাও, বজ্রযোগনী, সিপাহিপাড়া মুক্তারপুর পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মানবতায় জাগ্রত মুন্সিগঞ্জের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক প্রবাসী নিজাম হাসান রিগান সারাবছর ধরেই মানবতায় জাগ্রত মুন্সিগঞ্জের উদ্যোগে, বন্যার্ত দের জন্য ত্রাণ বিতরণ ঈদে অসহায় দুস্থ মানুষের জন্য নতুন পোশাক, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এ সময় উপস্থিত ছিলো মানবতায় জাগ্রত মুন্সিগঞ্জ সংগঠন এর সদস্য, মেহেদী শামীম, গাজী শাওন, আহসান হাবীব পুলক, ফয়সাল হোসেন মুন্না, মিজানুর চঞ্চল, ডাক্তার ভাই, প্রবাসী বন্ধু, নিজাম হাসান রিগান, আল আমিন রাজন, সাইফুল ইসলাম মারুফ, শাকিল হোসেন, আব্দুল মতিন।

মানবতায় জাগ্রত মুন্সিগঞ্জ সংগঠন এর আহ্বায়ক প্রবাসী নিজাম হাসান রিগান আমাদের সাথে যোগাযোগ করে মুন্সিগঞ্জের মানুষের কাছে দোয়া চেয়েছে, ভালো কাজে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

error: দুঃখিত!