মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাবেশ ডেকে গণস্বাক্ষর নিয়ে ছাত্রলীগ নেতা ও তার ভগ্নিপতিতে সমাজ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এলাকায় মাদক বিক্রি-সেবন, বিভিন্ন নারীদের সাথে অপকর্ম ও ব্যবসা প্রতিষ্ঠানে নানা রকম অপকর্ম করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিকালে উপজেলার কুসুমপুর জাগরণি সংসদ মাঠের সিরাজদিখান ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন চত্বরে এলাকায় মাদক, সন্ত্রাস ও জমি দখলের প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।
এ সমাবেশে ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শিশির আহমেদ ও তার ভগ্নিপতি কবির হোসেনকে সমাজ থেকে বহিস্কারের নির্দেশ দেওয়া হয় এবং এলাকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেখান থেকে অপকর্ম চলে সেটিকে তালা লাগিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী দাবি করেন।
খোজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা শিশির বিভিন্ন নারীঘটিত অপকর্মে জড়িত। স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করার পরে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এই সিদ্ধান্ত নেন।
এ সময় এ সিদ্ধান্তের পক্ষে গণস্বাক্ষরও নেয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগরণি সংসদের সভাপতি ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরণ, মুক্তিযোদ্ধা বাবুল মল্লিক, বিকল্প ধারার নেতা জানে আলম, উপজেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু, উপজেলা যুবলীগ নেতা সুখন চোধুরী, ইছাপুরা ইউপি সদস্য জমির আলী, শাজাহান দেওয়ান প্রমুখ।
এ সময় অভিযুক্তরা এলাকায় ছিলেন না, তাদের মোবাইল ফোন বন্ধ ছিল।