মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেছেন ‘মাদক আগুনের মত ভয়াবহ। আগুনের সংস্পর্শে যেমন মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয় ঠিক তেমনি মাদকের সংস্পর্শ মানুষের জীবনকে বিভীষিকাময় করে তোলে।’
তিনি শনিবার (০৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পূর্ব মিরেশ্বর বাস্তহারা মাদক নির্মূল কমিটি আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী এক মত বিনিময় সভায় একথা বলেন।
খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘মাদকের চাহিদা আছে, তাই সরবরাহও আছে৷ আর এই সরবরাহ বন্ধ করতে না পারলে এর ব্যবহার বন্ধ করা যাবে না৷ মাদকের সরবরাহ বন্ধ করার দায়িত্ব সমাজ ও পরিবারের৷ তাই মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।’
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য গোলাম মাওলা।