ঘটনাটি অাজ মধ্যরাতের। সময় অানুমানিক রাত ১টা।
মুন্সিগঞ্জ শহর পৌরসভার অাওয়ামীলীগ মনোনিত নবনির্বাচিত মেয়র ফয়সাল বিপ্লব বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার কাছে একটি খবর অাসলো- পৌর এলাকার এক বাসিন্দার বাড়িতে গ্যাসের পাইপ ছিদ্র হয়ে প্রচুর পরিমানে গ্যাস বের হয়ে যাচ্ছে। যা থেকে যে কোন সময় ভয়াবহ অাকারে অাগুন লেগে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও অাছে।
ঘটনা শুনে এক মুহুর্তও দেরি করলেননা সদা হাস্যোজ্জল মেয়র ফয়সাল বিপ্লব। সাথে সাথে বাসা থেকে বের হয়ে লোকজন নিয়ে ঐ বাড়িতে গিয়ে নিজের হাতে ঐ পাইপ ঠিক করে দিয়েছেন তিনি।
নির্বাচিত হয়েই পৌরসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।