১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:১৭
ভোটের দিন ফয়সাল বিপ্লবের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত মেয়র ফয়সাল বিপ্লবের ব্যবহৃত প্রাইভেটকার ভাঙচুর ও তার উপর হামলা’র ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার প্রায় ৭দিন পর মুন্সিগঞ্জ সদর থানায় এ জিডি করা হয়।

এর অাগে ফয়সাল বিপ্লবের গাড়িটি গণমাধ্যমকর্মী সহ থানায় নিয়ে অাসেন তার চাচাতো ভাই ও সদর উপজেলা চেয়ারম্যান অানিসুজ্জামান অানিস এর ছোট ছেলে জালাল উদ্দিন রুমি রাজন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ‘অামার বিক্রমপুর’ কে জানান, নির্বাচনের দিন কেন্দ্র দখল করতে গিয়ে হামলার স্বীকার হন ফয়সাল বিপ্লব। ঐ দিন তিনি নির্বাচন কমিশনের অনুমোদিত যে গাড়িটি ব্যাবহার করেছিলেন সেটি’র কিছু অংশ সংঘর্ষের সময় ভেঙে দেয় দুবৃত্তরা। একপর্যায়ে তার উপর হামলাও হয়। এতে তিনি অাহত হন। অাজ ৬জানুয়ারী ঐ ঘটনায় থানায় জিডি নেয়া হয়েছে।

গাড়িটি থানায় অানা হলে ক্ষতিগ্রস্ত অংশের সিজারলিস্ট করা হয়েছে। পরবর্তীতে মামলা দায়ের হলে এ সিজারলিস্ট ব্যবহৃত হবে বলে।

এসময় গাড়ির সামনের অংশে গুলি’র চিন্হও দেখা যায়। জালাল উদ্দিন রুমি রাজন গুলি’র খোসা উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেখান।

error: দুঃখিত!