২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৫৭
ভূতে চালায় মাহির ফেসবুক পেজ! জানালেন নায়িকা নিজেই
খবরটি শেয়ার করুন:

চিত্রনায়িকা মাহিয়া মাহি জানেন না কে চালায় তার অফিসিয়াল ফেসবুক পেজ! ভেরিফায়েড পেজটি এই জনপ্রিয় নায়িকার কোনো ছবির প্রচারণায় কাজে লাগছে না। তার ব্যক্তিগত খোঁজখবরও পাওয়া যায় না এতে।

আজ এক ভিডিও বার্তায় মাহি নিজের ফেসবুক একাউন্ট থেকে তার ফেসবুক পেজ হাতছাড়া হওয়ার কথা জানান। তিনি পেজটি কীভাবে উদ্ধার করবেন তার জন্য পরামর্শ চান সবার কাছে। আরো আক্ষেপ করেন, পেজটি বেহাত হয়ে গেছে বলে।

দীর্ঘদিন ধরেই অনুমান করা হচ্ছিলো মাহিয়া মাহির ভেরিফায়েড পেজ তিনি চালান না। পেজটি মাহির প্রচারণার বদলে একটি বিশেষ প্রযোজনা সংস্থার হাতিয়ারে পরিণত হয়েছিল। ওই প্রতিষ্ঠানের প্রচারণা চালানো হয় একতরফাভাবে। উপেক্ষিত থেকে যায় মাহির নতুন ছবির খবরাখবর।

খোঁজ নিয়ে জানা যায়, জাজ মাল্টিমিডিয়া তাদের ঘরের নায়িকা থাকাকালিন মাহির পেজটি ভেরিফায়েড করায়। নিজেদের ছবির প্রচারণায় ব্যবহার করে পেজটি। এখনো একাউন্টের ডকুমেন্ট-পাসওয়ার্ড তাদের কাছেই গচ্ছিত আছে। জাজ-এরই নিযুক্ত এডমিনরা পেজটি চালায়।

এই এডমিনদের মধ্যে সার্বক্ষণিক দেখাশোনায় রয়েছে জাজ-এর প্রচার শাখার একটি অল্পবয়সী ছেলে। তিনিই ভুল বানানে, অশুদ্ধ বাক্যরীতিতে মাহির ষ্ট্যাটাসগুলো লেখেন। ভেরিফায়েড পেজ থেকে ভুল ব্যাকরণে লেখা ষ্ট্যাটাসগুলো হাস্যরসের উদ্রেক করে মাহির ভক্তদের মধ্যে। অথচ এখন জানা গেলো, পেজটি মাহি চালানই না!

পেজটিকে জাজ-এর অন্য নায়িকাদের প্রচারণায়ও ব্যবহার করা হয়েছে। জাজ থেকে মাহির বিদায়ের পর তার ব্যক্তিত্বের সঙ্গে সাঙ্ঘর্ষিক অনেক ছবি ও ষ্ট্যাটাস পেজটি থেকে দেয়া হয়েছে। আজগুবি অনেক কিছু শেয়ার দেয়া হয়েছে। এসব কারণে পেজটির ‘লাইক’ বাড়ছে না কোনো মতেই।

মাহির আজকের ভিডিও বার্তার পর তার ভক্তরা হাঁপ ছেড়ে বেঁচেছেন। এবার প্রিয় নায়িকার পেজ উদ্ধারের পালা!

error: দুঃখিত!