২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৪৩
মুন্সিগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ফাহাদ তালুকদার নামের সাড়ে তিন বছর বয়সের এক শিশু মারা গেছে।

অপর শিশু মরিয়ম আক্তার (৪) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকালে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহাদের বাবার নাম মামুন তালুকদার এবং মরিয়মের বাবার নাম মফিজুল ইসলাম।

জানা যায়, বাড়ির উঠানে খেলা করার সময় ফাহাদ ও মরিয়মকে ভিমরুলে কামড় দেয়। আহত অবস্থায় ২ জনকেই প্রথম সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ২ শিশুকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় ফাহাত তালুকদার মারা যায় এবং অপর শিশু মরিয়ম মিটফোর্ড হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন স্বজনদের সমবেদনা জানান।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, গতকাল ভিমরুলের কামড়ের ২ টি বাচ্চা আসে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করি। বর্তমানে ভিমরুলের কামড়ের সংখ্যা বেড়ে গেছে।

error: দুঃখিত!