মুন্সিগঞ্জ ১৬ অক্টোবর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার ১৩টি সেতুর উদ্বোধন করেছেন। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে গণভবন ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
১৩টি সেতু হলো- টঙ্গিবাড়ী উপজেলার পাঠানবাড়ি সেতু,আলদি বাজার সেতু, শ্রীনগর উপজেলার বেলতলী সেতু, ছনবাড়ী সেতু, শ্রীনগর বাজার-১ সেতু, শ্রীনগর বাজার-২ সেতু, আটপাড়া সেতু, হাসাড়া-১ সেতু, হাসাড়া-২ সেতু, সাতগাঁও সেতু, সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ সেতু, রশুনিয়া সেতু-১, রশুনিয়া-২ সেতু।
সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুর রহমান জানান, ‘১৩টি সেতুর কাজ শেষ হয়েছিলো চলতি বছরের জুন মাসে। এছাড়া এ প্রকল্পের আওতায় আরও আটটি সেতুর কাজ চলমান রয়েছে। যার কাজ সম্পন্ন হতে সময় লাগবে ২০২০ সালের জুন মাস পর্যন্ত।’
তিনি আরও জানান, ‘ মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন ঝুঁকিপূর্ণ সেতুগুলো স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় এ ১৩টি সেতু তৈরি করা হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ডিসেম্বর ২০১৬ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। জি ও বি এর অর্থায়নে সড়ক ও জনপদ অধিদফতর এ প্রকল্পের বাস্থবায়নকারী সংস্থা। ১৩টি সেতুর দৈর্ঘ্য ৫২১.২৬ মিটার ও নির্মাণ ব্যয় ৮৮ কোটি ৬২ লাখ টাকা।’
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি, মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।