ভালোবাসা দিবস উপলক্ষে ‘তোমার জন্য মন’ শিরোনামের একটি অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার। সাতটি গান দিয়ে সাজানো এই অ্যালবামে থাকবে চারটি দ্বৈত গান। দুটিতে জয়ের সং দ্বৈত কণ্ঠ দিয়েছেন পূজা এবং দুটিতে নওমি। অ্যালবামের সব গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন জয়ের নিজের। অ্যালবামটি প্রকাশ পাচ্ছে আজব রেকর্ডস থেকে।
ইতিমধ্যে এই অ্যালবামে পুজার সঙ্গে জয়ের গাওয়া ‘তোমার জন্য মন’ এবং নওমির সঙ্গে গাওয়া ‘ভালোবাসার গান’ দুটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে জয় বলেন, ‘সাধারণত আমার দ্বৈত গান করা হয়না। সামনে যেহেতু ভালোবাসা দিবস তাই মনে হল কিছু দ্বৈত গান করি। আশাকরি সবার কাছে গানগুলো ভালো লাগবে। পূজা এবং নওমির সঙ্গে প্রথমবারের মতো কাজ করে ভালো লাগছে।