২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:১৮
ভবিষৎয়ের যুবলীগ হবে পরিষ্কার ও পরিচ্ছন্ন- মোয়াজ্জেম হোসেন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী দিনে মুন্সিগঞ্জে যুবলীগের নেতৃত্বে যারা আসবে তারা হবে পরিষ্কার ও পরিচ্ছন্ন। যাদের বিরুদ্ধে দলের নাম ব্যবহার করে কোন অপকর্মের রেকর্ড নেই তারা নেতৃত্বে আসলে সকল অশুভ প্রতিযোগিতা লোপ করা যাবে= এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন।

বুধবার (১১ নভেম্বর) বিকালে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট চত্বরে স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারীদের আয়োজিত কর্মসূচির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কেকে কেটে ও দোয়া করে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৯ তম বর্ষে পদার্পণ পালিত হয়।

সাবেক ছাত্রলীগের নেতা মোয়াজ্জেম হোসেন আরও বলেন, যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠন। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। এরপর হাজারো লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে কেটে গেছে ৪৮টি বছর। তবুও দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে পিছপা হয়নি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিকনির্দেশনায় যুবলীগ দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ শক্তিশালী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা লিপী, জেলা পরিষদের সদস্য ও শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুর রহমান, কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, আদর দাস, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু বকর সিদ্দীক মিথুন, জেলা যুবলীগ নেতা হামিদুল হক আজম, অ্যাডভোকেট কাউসার তালুকদার, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান, কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।

error: দুঃখিত!