ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে লেশিয়ারা গ্রামের মৃত ধন মিয়া মেম্বারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ওই বাড়ির লোকজন বুঝতে পেরে মোবাইল ফোনে প্রতিবেশীদের জানান।
পরে প্রতিবেশী ও গ্রামের মানুষ ডাকাত দলের ওই দুই সদস্যকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে কসবা থানায় নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।