২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:০০
ব্যবসায়ীকে খুচিয়ে খুচিয়ে নির্মমভাবে হত্যা
খবরটি শেয়ার করুন:

মোঃ জাফর মিয়া: লৌহজং থানার ৫ গজের মধ্যে এক ব্যবসায়ীকে বাটখারা ও ধারালো অস্ত্রদিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

জানাগেছে, সোমবার গভীরাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়াদৌর বাজারে মুদিব্যবসায়ী বিজয় সরকারের ছেলে সঞ্জয় সরকার (২৫) কে দূর্বৃত্তরা তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে এই হত্যা কান্ড চালায়। মঙ্গলবার সকালে দোকান বন্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকির পর কোন সারা না পেয়ে দোকেন তালা ভেঙ্গে ফেললে ভিতরে তার মৃতদেহ হাত-পা বাধা অবস্থায় দোকানের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় এবং মৃতদেহের উপরে ডাল ও চিনির বস্তা দিয়ে চাপা দিয়ে রেখে যায় দূর্বত্তরা।

থানার এতো কাছে এমন একটি হত্যাকান্ড ঘটায় এলাকাবাসী ভীতসন্তস্ত্র হয়ে পড়েছে। গত দুই সপ্তাহ আগে উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পূর্নবাসন এলাকায় ছোট্ট শিশু সায়মনকে হত্যা করে পুতে রাখা হয় এবং কনকসারের শিশু নিলয়কে হত্যা করে গলায় রসি পেচিয়ে রাখা হয়, এছাড়া মাইজগাও গ্রামের বৃদ্ধ আনোয়ার হোসেন শেখকে পিটিয়ে হত্যা করা হয়। পরপর এসব ঘটনার কারনে আইনসৃঙ্খলা বাহিনীর চরম অবনতি লক্ষ করা যায়।

হত্যার বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন,হত্যা কান্ডের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং দোসিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।

error: দুঃখিত!