১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মুন্সিগঞ্জের ইব্রাহীম নিরব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন মুন্সিগঞ্জের লৌহজংয়ের সন্তান ইব্রাহীম নিরব।

বৃহস্পতিবার রাতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সদস্য হয়েছেন শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী ইব্রাহীম নিরব। নিরবের পৈত্রিক বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে। তিনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জুলাইতে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন। আন্দোলন চলাকালে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়ে আহত হন তিনি।

ইব্রাহীম নিরব বলেন, ‘২০১৯ সালের দিকে আসিফ ভাই, নাহিদ ভাইসহ অন্য যারা আছেন তাদের সাথে পরিচয় হয়। সেই থেকেই বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে রাজপথে দাড়িয়েছি। নেতা হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, এখনো নেই। এ শব্দটা আমি এড়িয়ে চলি। মানুষ, মানুষের জন্য কাজ করবে; আমিও তাই। তবে বহু দায়িত্ব এখন কাঁধে৷’

সুস্থতার জন্য দোয়া কামনা করে নিরব বলেন, ‘আন্দোলনে লীগ সন্ত্রাসীদের ভয়াবহ নির্যাতনের ফলে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছি। চিকিৎসকরা এখনও পরিপূর্ণ সুস্থতার আশাবাদ জানাতে পারেনি। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

error: দুঃখিত!