শনিবার রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে জয় তুলে নেয়। যে কারণে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটা হয়ে দাঁড়ায় বার্সেলোনার জন্য অগ্নি-পরীক্ষা। শেষ পর্যন্ত লুইস এনরিকের দল ২-০ গোলে হারায় রিয়াল বেটিসকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ধরে রেখেছেন তারা। আর দুই ম্যাচ জিতলেই লা লিগার শিরোপা জয়ের স্বাদ পাবেন মেসি-নেইমাররা।
অথচ রিয়াল বেটিসের বিপক্ষে প্রথমার্ধে কোন গোলই করতে পারেনি বিশ্বের সেরা আক্রমণভাগ। অবশেষে ম্যাচের ৫০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভেদ করেন ইভান রাকিটিচ। লিওনেল মেসি আলতু করে বল ভাসিয়ে দিলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান রাকিটিচ। আর বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
লা লিগায় এটি সুয়ারেজের ৩৫তম গোল। লিওনেল মেসির পর বার্সার জার্সিতে দ্বিতীয় ফুটবলার হিসেবে লা লিগায় এক মৌসুমে ৩৫ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড গড়লেন সুয়ারেজ। আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি এই কীর্তি তিনবার করেছেন। আর লা লিগায় সবমিলিয়ে ষষ্ট ফুটবলার হিসেবে এক মৌসুমে ৩৫ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড গড়লেন সুয়ারেজ।
রিয়াল বেটিসের বিপক্ষে এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট বার্সার সমান হলেও গোল ব্যবধাণের কারণে দুইয়ে অবস্থান অ্যাটলেটিকো মাদ্রিদের। আর তিন নাম্বারে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৪।