২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:৫৭
বিপুল ভোটে জিতে মুন্সিগঞ্জের দুই পৌরসভা অা.লীগের দখলে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের দুই পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে।

এতে মুন্সিগঞ্জ শহর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন পূত্র ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভায় বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

অাজ বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নৌকা প্রতীক নিয়ে ফয়সাল বিপ্লব পেয়েছেন ২৭ হাজার ৩১৯ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বিএনপি’র প্রার্থী একেএম ইরাদত মানু পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট।

শহর পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ৪২৮ জন। দুই পৌরসভার মোট ৪২টি কেন্দ্রের সবকটিতে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

মিরকাদিম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন পেয়েছেন ১৩ হাজার ২৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছে ৪ হাজার ৭৬৯ ভোট।

error: দুঃখিত!