২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | ভোর ৫:২১
বিপিএল ফুটবলে পুলিশ ফুটবল ক্লাবের কাছে ২-১গোলে আরামবাগের হার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে আরামবাগ ক্রীড়া সংঘ।

বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগের হোম ভেন্যুতে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে ১৪ মিনিটে গোল করেন পুলিশ ফুটবল ক্লাবের ১১নং জার্সি পরিহিত ফরোয়ার্ড মোঃ জমির উদ্দিন। ২৯মিনিটে পুলিশ ফুটবল ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন ১৫নাম্বার জার্সি পরিহিত মিডফিল্ডার ফ্রেডরিক পুডা। এতে প্রথমার্ধে ২-০ গোলে এগিযে থাকে পুলিশ ফুটবল ক্লাব।

তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাড়ানোর চেষ্টা করে আরামবাগ। ৭২মিনিটে কর্নার শর্টের বল হেইড দিয়ে প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাবের জালে জড়ায় আরামভাগের ৭১নং জার্সি পরিহিত ফরওয়ার্ড মোঃ নিশাত জামান উচ্ছাস। এতে ২-১ গোলে কমে গোলের ব্যবদান। তবে শেষ পর্যন্ত হয়নি শেষ রক্ষা। এ খেলাও পরাজিত থাকে আরামবাগ।

আর খেলায় ৬৩ মিনিটে রেফারির প্রদর্শিত একমাত্র হলুদ কার্ডটি দেখতে হয়েছে আরামবাগের মিডফিল্ডার মোঃ রাকিবুল ইসলামকে।

error: দুঃখিত!