বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে পাঁচটি দল। দলগুলো হলো- ডিবিএল গ্রুপ, বেক্সিমকো, এক্সিয়ম টেকনোলজিস লি. রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস। রবিবার সন্ধ্যায় ১২টি ফ্র্যাঞ্চাইজির মধ্য থেকে এ পাঁচটি দল বিপিএলের তৃতীয় আসরে খেলা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘পাঁচটি দল নিশ্চিত করলেও এখনও কিছু দলের অংশগ্রহণ বাকি রয়েছে। তাই আমরা আরও কিছুদিন সময় নেব। যেসব ফ্র্যাঞ্চাইজি দরপত্র জমা দিতে ইচ্ছুক ছিল, তাদের বাইরেও আরও কিছু দল রয়েছে। তাই সেসব ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ না করলে সেক্ষেত্রে আমরা বাইরে থেকেও দল নেওয়ার চিন্তা-ভাবনা করব। কারণ, তাদের বাইরেও অনেক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।’
উল্লেখ্য, বিপিএল তৃতীয় আসরের ১২টি ফ্র্যাঞ্চাইজি মালিকানার আবেদনের পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি দেওয়ার শেষ দিন ছিল রবিবার (৩০ আগস্ট)। এর আগে দ্বিতীয় আসরে প্রথমবারের মতো অংশ নেওয়া রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস তাদের পুরনো বকেয়া পরিশোধ করায় ফ্র্যাঞ্চাইজি আবেদনের অনুমতি দিয়েছে বিসিবি।