২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:০৪
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে গজারিয়ায় মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও দৌলতপুর গ্রামে তিন ফসলি জমিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্ধেগের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা প্রর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ৯ নভেম্বর জেলা প্রশাসক এর কার্যলয়ে জমি অধিগ্রহনের বিষয়ে কথা হয়। জানা যায়, বেসরকারী খাতের পর এবার সরকারী খাতে ৩৫০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে। সরকারের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এ দিকে গজারিয়া উপজেলা ষোলআনী ও দৌলতপুর গ্রামে ৩শত পঞ্চাশ একর তিন ফসলি জমি অধিগ্রহণ করবে জেলা ভূমি অফিস। আর এর বিপক্ষে গ্রামের সকল সর্বস্তরের জনগণ।

গ্রামবাসি জানান, সরকার এই তিন ফসলি জায়গা না নিয়ে অন্য কোন জায়গা নিলে ভালো হয়। তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন এই প্রস্তাবিত জায়গা থেকে অন্য কোন জায়গায় নির্ধারণ করা।

অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) মো: কুদ্দুস আলী সরকার জানান, ৩৫০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গার প্রস্তাবনা পেয়েছি। তবে অধিগ্রহণের ব্যপারে সিদ্ধান্ত হয়নি।

error: দুঃখিত!