দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘জিরো পয়েন্ট’। বিজিবি এবং বিএসএফ-এর সীমান্ত রক্ষার কাহিনী নিয়ে আগামী এপ্রিলে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে ছবিটির গল্প লেখার কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে শিল্পী নির্বাচনের কাজ।
আগামী ২০ এপ্রিল যৌথ প্রযোজনায় ঋতব্রত ভট্রাচার্যের পরিচালনায় ‘জিরো পয়েন্ট’ নামে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে কলকাতায়। এতে বাংলাদেশ থেকে অভিনয়ের জন্য এরইমধ্যে চূড়ান্ত হয়েছেন জয় চৌধুরী। জয়ের বিপরীতে নুসরাত অথবা মিমিকে দেখা যেতে পারে। এছাড়াও ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে রাহুল বোসকে। রাহুলের বিপরীতে বাংলাদেশ থেকে একজন নতুন নায়িকাকে দেখা যাবে। কিন্তু কে এই নায়িকা সেটা এখনো চূড়ান্ত হয়নি।
ছবির একটি বিশ্বস্ত সূত্র বলেন, ‘এপ্রিলে শুটিং শুরু হবে। এখন চলছে শিল্পী নির্বাচনের কাজ। কয়েকদিনের মধ্যে শুটিংয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হবে। একটানা শুটিং করে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়া পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ, কলকাতাসহ মুম্বাইয়ের সিনেমা হলে দেখানো হবে ছবিটি।’
কারিগরী প্রডাকশন হাউজের ব্যানারে বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর হাসান। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন লোকশনে হবে এর চিত্রায়নের কাজ।